ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলুফার: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা কত পারিশ্রমিক নিয়েছেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:২০, ৫ ডিসেম্বর ২০২৫
নীলুফার: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা কত পারিশ্রমিক নিয়েছেন?

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের নতুন সিনেমা ‘নীলুফার’। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দেশটির জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। বলিউডে প্রশংসা কুড়ানো এই দুই তারকাকে নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন অমর রসূল। গত ২৮ নভেম্বর পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে। বিশেষ করে সিনেমাটির নায়িকা মাহিরা খানকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শক-সমালোচকরা। মুক্তির প্রথম ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১.৬ কোটি পাকিস্তানি রুপি। এরই মাঝে মাহিরা খানের পারিশ্রমিক নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। 

আরো পড়ুন:

 


  
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, মাহিরা খান পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। সাধারণত একটি চলচ্চিত্রের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি পাকিস্তানি রুপি নেন বলে জানা যায়। আবার কিছু ইন্ডাস্ট্রির সূত্রের দাবি, বিশেষ প্রকল্পের ক্ষেত্রে তার পারিশ্রমিক ৩ কোটি পাকিস্তানি রুপিরও বেশি হতে পারে। 

‘নীলুফার’ সিনেমা প্রযোজনা করেছেন হাসান খালিদ ও ফাওয়াদ খান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি পাকিস্তানি রুপি। সিনেমাটির পরিসর, প্রত্যাশা এবং আবেগঘন মান বিবেচনা করে ধারণা করা হয় যে, মাহিরা এই চলচ্চিত্রের জন্য ৩-৫ কোটি পাকিস্তানি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কিছু পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ২০১৭ সালে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপির বেশি। অ্যাকশন-ক্রাইম-থ্রিলার ঘরানার ‘রইস’ সিনেমায় অভিনয়ের সুবাদে খ্যাতি কুড়ান মাহিরা খান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়