ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হলমার্ক গ্রুপের সাজাপ্রাপ্ত এমডি তানভীর মারা গেছেন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৩০ নভেম্বর ২০২৫  
হলমার্ক গ্রুপের সাজাপ্রাপ্ত এমডি তানভীর মারা গেছেন 

সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ মারা গেছেন। 

শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে কারাগারে অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান। তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) থেকে হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে কারাগার থেকে পাঠানো হয় এবং বিকেল ৪টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তানভীর মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০২৪ সালের মার্চে তানভীরসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় তানভীরসহ অন্যদের বিরুদ্ধে ২০১২ সালে ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের নভেম্বরে দ্বিতীয় দফায় তানভীর মাহমুদ গ্রেপ্তার হন। সেই থেকে কারাগারে ছিলেন।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়