ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২ ডিসেম্বর ২০২৫  
এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়েছে পুলিশ। 

সোমবার (১ ডিসেম্বর) রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড বসায়।

এর আগে গতকাল রাতে বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। ফলে সাবেক এ প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হয়।  

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তায় থাকা পুলিশ জানায়, দর্শনার্থী এবং সমর্থকদের ভিড় সামলানো, রোগীদের যাতায়াত সহজ রাখা এবং নেত্রীর নিরাপত্তা জোরদার করার জন্য হাসপাতালের মূল ফটকে ব্যারিকেড দেওয়া হয়েছে। শুধু অনুমোদিত ব্যক্তিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।  তার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল যুক্ত হওয়ায়ও নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। 

হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়