ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হযরত গোলাপ শাহ্ মাজারে ১০ মাসে দান ৫৭ লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৩ ডিসেম্বর ২০২৫  
হযরত গোলাপ শাহ্ মাজারে ১০ মাসে দান ৫৭ লাখ টাকা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত হযরত গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে ১০ মাসে সংগ্রহ হয়েছে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা।

আজ বুধবার মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে ৫৬ জন অনুমোদিত গণনাকারী দান গণনায় অংশ নেন। এর আগে সর্বশেষ দান গণনা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করছে। দান গণনা ও ব্যাংকে জমার দায়িত্বে রয়েছে আরও একটি ১৫ সদস্যের উপকমিটি, যার আহ্বায়ক দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব।

মাজারের দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা করা হয়। এই অর্থ কেবল মাজার ও মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি।
 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়