ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেন্দ্রীয় শিবির সভাপতি

‘আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি দেখতে চাই না’

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৪ ডিসেম্বর ২০২৫  
‘আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি দেখতে চাই না’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘‘আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত তাদের চিরতরে উৎখাত করতে হবে।’’

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগ আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির সভাপতি আরও বলেন, ‘‘বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। দেশের মেধাবী শিক্ষার্থীদের যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায়, তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।’’

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকার প্রমুখ।  

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়। 

ঢাকা/মাসুম 

সর্বশেষ

পাঠকপ্রিয়