ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্ধনগ্ন হয়ে শুটিং, অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৭, ৪ ডিসেম্বর ২০২৫
অর্ধনগ্ন হয়ে শুটিং, অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন স্বরা

স্বরা ভাস্কর

কারিনা কাপুর খান, সোনম কাপুর, স্বরা ভাস্কর অভিনীত সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। শশাঙ্ক ঘোষ নির্মিত এ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। অর্ধনগ্ন হয়ে সিনেমাটির শুটিং করতে হয়েছিল স্বরাকে। ফলে খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে; যা ভীষণ চ্যালেঞ্জিং ছিল বলে মন্তব্য স্বরার।  

মির্চি প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে স্বরা ভাস্কর বলেন, “প্রতিদিন দেখতে ভালো লাগা, লেন্স পরা, মেকআপ নেওয়া, নতুন চুল—এগুলো সবচেয়ে কঠিন ছিল। কখনো কখনো আমি পোশাক পরে জিজ্ঞাসা করতাম, ‘এগুলো কী? সত্যিই কি এগুলো কাপড়?’ ‘তারিফা’ গানের শুটিংয়ের সময়ে বডিস্যুট পরেছিলাম। এটা কী তা আমি সেই সময়ে প্রথম শুনেছিলাম। মূলত, এটি ওয়ান পিস সুইমিং কস্টিউম, সঙ্গে ছিল হিল বা বুট।” 

আরো পড়ুন:

অর্ধনগ্ন হওয়া প্রসঙ্গে স্বরা ভাস্কর বলেন, “ভ্যানিটি ভ্যান থেকে নেমে পার্কিং লট পেরিয়ে স্টুডিও পর্যন্ত হেঁটে যেতে হবে। আমি রিয়াকে জিজ্ঞেস করেছিলাম, ‘এসব পোশাক? নিচে কিছু পরার নেই?’ রিয়া বলেছিল, ‘এই আউটফিটে একটা ভাইব আছে, ফিশনেট স্টকিংস ইত্যাদি।’ তখন আমি বলেছিলাম, ‘আমি তো অর্ধনগ্ন! এভাবে স্টুডিওতে কীভাবে হাঁটব?’ আমি একটা তোয়ালে চেয়ে নিয়েছিলাম। তারপর সেটা জড়িয়ে হেঁটে গিয়েছিলাম। এটা আমার জন্য খুব কঠিন ছিল।” 

চ্যালেঞ্জিং হলেও কাজটি শেষ পর্যন্ত সফলভাবে করেছিলেন স্বরা। কারণ সবকিছু কাটিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজটি সম্পূর্ণ করেছিলেন বলেও জানান ‘রঞ্জনা’খ্যাত এই অভিনেত্রী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়