ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নমুনায় নৌকা থাকলেও মূল ব্যালটে প্রতীকটি থাকবে না: ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৯, ৪ ডিসেম্বর ২০২৫
নমুনায় নৌকা থাকলেও মূল ব্যালটে প্রতীকটি থাকবে না: ইসি

প্রবাসী বাংলাদেশিদের জন্য করা পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক থাকায় তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ইসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবু, নমুনা ব্যালটে নৌকা কেন রাখা হয়েছে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, যে ব্যালটে নৌকা প্রতীক দেখা যাচ্ছে, সেটি নমুনা। মূল ব্যালটে নৌকা প্রতীক থাকবে না।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন, “প্রবাসীদের জন্য তৈরি করা পোস্টাল ব্যালটে যে নৌকা প্রতীক দেখা গেছে, সেটি শুধুই একটি নমুনা ডিজাইন। মূল ব্যালট প্রস্তুত করার সময় নৌকা প্রতীক রাখা হবে না।”

তিনি জানান, শুধু নৌকা নয়, আরো কয়েকটি প্রতীক মূল ব্যালটে থাকবে না। নমুনা ব্যালটে পুরনো তালিকার প্রতীক থাকায়, এগুলো দেখা গেছে। প্রকৃত ভোটের ব্যালটে এসব প্রতীক বাদ দেওয়া হবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়