ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এই বয়সেও মানুষটা কত উজ্জীবিত, আহমেদ শরীফকে নিয়ে জায়েদ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৪ ডিসেম্বর ২০২৫  
এই বয়সেও মানুষটা কত উজ্জীবিত, আহমেদ শরীফকে নিয়ে জায়েদ খান

আহমেদ শরীফের সঙ্গে জায়েদ খান

ঢাকাই বাণিজ্যিক সিনেমার সুদিনে এক নামেই আলো ছড়াতেন—আহমেদ শরীফ। খলনায়কের চরিত্রে তার উপস্থিতি ছিল যেন সিনেমার অপরিহার্য অংশ। প্রায় ৮৫০টির বেশি সিনেমায় অভিনয় করা এই শক্তিমান অভিনেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন। আর সেখানেই জায়েদ খানের অতিথি হয়েছেন আহমেদ শরীফ। 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ এর আগামী পর্বে অতিথি হিসেবে থাকছেন আহমেদ শরীফ। শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে পর্বটি, যেখানে উঠে আসবে বাংলা চলচ্চিত্রের অসংখ্য অজানা গল্প, স্মৃতির সরণি আর দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা। 

আরো পড়ুন:

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানালেন, তার অভিভূত অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “একজন মানুষ এই বয়সেও কত উজ্জীবিত, কত ফিট! ৮৫০–এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সিনেমার কত ইতিহাস তার কাছ থেকে জানা যায়! তিনি নিজেই যেন একটা ‘সিনেমার ডিকশনারি’। এই বয়সেও তার কণ্ঠে সংলাপ, আবৃত্তি, এমনকি ফাইটিংয়ের দৃশ্য—সবই মুগ্ধ হয়ে দেখার মতো।” 

উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, “আমি সত্যিই ভাগ্যবান, তিনি আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। তার কাছ থেকে সিনেমার বহু অজানা ইতিহাস জানতে পেরেছি।” 

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর ১২তম পর্বে কিংবদন্তি এই অভিনেতার জীবনের বহু অনুচ্চারিত গল্প এবার জানতে পারবেন বলেও জানান এই সঞ্চালক।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়