ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

চুয়াডাঙ্গা সদর উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গা সদর উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাসনের জন্য তাদের হাতে উপকরণ তুলে দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম ও সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ।

অনুষ্ঠান শেষে ৮৪ জন ভিক্ষুকের মধ্যে ২৪টি ছাগল, ১২ কেস ডিম, বাদামসহ ১৬টি বাদাম ও ১১টি চা বিক্রির উপকরণ, ৯ সেট হাঁস-মুরগি বিতরণ করা হয়।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/১০ এপ্রিল ২০১৭/এম এ মামুন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়