ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভয় কাজ করলেও আমরা বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক রেখেছি: ক্যাপ্টেন রশিদ

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৪ মে ২০২৪   আপডেট: ১৯:৩৪, ১৪ মে ২০২৪
ভয় কাজ করলেও আমরা বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক রেখেছি: ক্যাপ্টেন রশিদ

এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ

চট্টগ্রাম সমুদ্র বন্দরের ১ নম্বর জেটি। ঘড়ির কাঁটা তখন বিকেল ৪টা ১৫ মিনিট। এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিককে নিয়ে জেটিতে পৌঁছায় কেএসআরএম গ্রুপের জাহাজ ‘এমভি জাহান মনি-৩।’ ক্যাপ্টেন আবদুর রশিদের নেতৃত্বে জাহাজ থেকে একে একে নেমে আসেন ২৩ নাবিক। দীর্ঘ এক মাসের জিম্মি দশা এবং মুক্তির পর আরও এক মাস সমুদ্র পথ পাড়ি দিয়ে আজ চট্টগ্রামে এসে পৌঁছালেন নাবিকরা। 

জাহাজ থেকে নেমেই অন্য সব নাবিক স্বজনদের কাছে ছুটে গেলেও ক্যাপ্টেন আবদুল্লাহ সবার খেয়াল রাখছিলেন। সবার নিরাপদ নামা নিশ্চিত করছিলেন। সবার মালামালের খেয়াল রাখছিলেন। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে ক্যাপ্টেন আবদুর রশিদ বলেন, ‘সবাইকে নিয়ে এই বেঁচে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জিম্মি হওয়ার পর আমাদের প্রতিটি মুহূর্তে মৃত্যুর হুমকি ছিল। আমাদের কেউই সাহস হারায়নি। নাবিকদের কখনো ভয় কাজ করলেও আমরা সবাই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক রেখেছি। আমাদের কোনো ক্রুর যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে সর্বক্ষণ সতর্ক নজর রেখেছি। আমরা সেফটি অফ লাইফটাকে প্রাধান্য দিয়েছি।’ 

ক্যাপ্টেন রশিদ বলেন, ‘আজ আমরা সবাই সুস্থ ও অক্ষতভাবে নিজের দেশের মাটিতে ফিরতে পেরেছি। পরিবারের কাছে ফিরতে পেরেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

তিনি আরও জানান, চট্টগ্রামে নামার পর জাহাজের সব নাবিককে পরিবারের কাছে এবং নিজে ঢাকায় পরিবারের কাছে ফিরবেন। 

রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়