ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৭, ২২ ডিসেম্বর ২০২৫
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। তাদের সন্দেহ, এই হামলার পেছনে ইউক্রেনের স্পেশাল সার্ভিসের হাত থাকতে পারে। খবর বিবিসির।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালে একটি গাড়ির নিচে রাখা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ মারা গেছেন। 

আরো পড়ুন:

কমিটি আরো জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে এবং ইতোমধ্যে মস্কোতে একটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের ধারণা, এ হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে।

ইউক্রেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। এর প্রতিক্রিয়ায় সে সময় থেকে এখন পর্যন্ত রাজধানী মস্কোতে অনেক সামরিক কর্মকর্তাই হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়