ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেললাইনের পাশে মিলল আদালতে কর্মচারীর ঝুলন্ত মরদেহ 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৪, ২২ ডিসেম্বর ২০২৫
রেললাইনের পাশে মিলল আদালতে কর্মচারীর ঝুলন্ত মরদেহ 

ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এনামুল হক (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রেলক্রসিং-সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। পরিবার নিয়ে তিনি পৌরসভার বারাহীপুর এলাকার মোমেনা ম্যানশন নামের এক বাসায় ভাড়া থাকতেন। তিনি ফেনী আদালতের সেরেস্তাদার ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভারব্রিজের নিচে থাকা স্থানীয় লোকজনকে জানান। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের স্বজনরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে আদালতে যাওয়ার উদ্দেশ্যে এনামুল হক বাসা থেকে থেকে বের হন। দুপুরের দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে আসেন। 

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, অভিযোগ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানান এনামুল হকের স্বজনরা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেছেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়