৮ দাবিতে রাঙামাটির সড়কে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সহ আট দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের সামনের সড়কে তারা এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনের ফলে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সড়কের উভয় পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন আরিফুর রহমান জনি জানান, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, “কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিল। পুলিশ কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।”
ঢাকা/শংকর/মাসুদ