খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
খাগড়াছড়িতেও কর্তব্যকালীন সময়ে আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডের আয়োজন করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আওরঙ্গজেব মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের সেবা ও আস্থা অর্জনে ব্রতী হওয়ার চেষ্টা করতে হবে।
পরে দায়িত্ব পালনকালীন সময়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পদস্থ ৬ পুলিশ সদস্যের স্বজনদের ফুল, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দেওয়া হয়।
নুরুচ্ছাফা মানিক/সাইফ