ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রীসহ লঞ্চডুবি 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ০০:২৮, ৫ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রীসহ লঞ্চডুবি 

ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের অদূরে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ সাবিত আল হাসান ডুবে গেছে। 

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ট্যাংকারের সঙ্গে আঘাত লেগে লঞ্চটি ডুবে যায়। লঞ্চে ৫০ জনের বেশি যাত্রী ছিল। বন্দর থানার ওসি দীপক চন্দ্র শাহা লঞ্চডুবির তথ‌্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জে কালবৈশাখী শুরু হয়েছে। জড়ো বাতাসে নদী উত্তাল রয়েছে।

ওসি দীপক চন্দ্র শাহা জানান, ঝড়ের কারণে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।  এখনও পর্যন্ত কোনও যাত্রীকে উদ্ধার বা হতাহতের খবর পাওয়া যায়নি।  

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

রাকিব/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়