ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাইজিংবিডির বর্ষপূর্তির প্রথম পর্ব সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৫৮, ২৭ এপ্রিল ২০২৪
রাইজিংবিডির বর্ষপূর্তির প্রথম পর্ব সম্পন্ন

ছবি: সুকান্ত বিশ্বাস 

দেশের জনপ্রিয় ও শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম পা রাখলো এক যুগে। ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে রাইজিংবিডি।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে মাজার রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে বর্ষপূর্তির প্রথম পর্ব শেষ হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির, নির্বাহী সম্পাদক তাপস রায়, স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিলটন, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং মোহাম্মদ শাহজাদা সেলিম।

কেক কাটার আগে উপস্থিত অতিথি এবং প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মকর্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন রাইজিংবিডি ডটকমের প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, সহকারী বার্তা সম্পাদক রফিক মুয়াজ্জিন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ, জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীন, এসকে রেজা পারভেজ, মেসবাহ য়াযাদ, আসাদ আল মাহমুদ, জ্যেষ্ঠ সহ-সম্পাদক শাহ মতিন টিপু, আমিনুল ইসলাম, মো. নাজমুল হোসেন, ইবনুল কাইয়ুম সনি, রাইজিংবিডির মার্কেটিং ম্যানেজার মোফাজ্জল হোসেন সুমন প্রমুখ।

এদিকে, আজ সকালে রাইজিংবিডি কর্তৃপক্ষকে শুভাকাঙ্খী হিসেবে শুভেচ্ছা জানান এবি ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. তরিকুল ইসলাম, ইনসাফ বারাকা হাসপাতালের এজিএম হাফিজ, মিডিয়া ম্যানেজার দুলাল, অ্যাসিটেন্ট মিডিয়া ম্যানেজার হিরো, সময়ের খবরের আরিফ বিল্লাহ নাসিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইজিংবিডি ডটকমের হেড অব বিজনেস সাজ্জাদ হোসেন চিশতী।

উল্লেখ্য, অনলাইন এই নিউজ পোর্টালটির যাত্রা শুরু ২০১৩ সালের ২৬ এপ্রিল। ‘পজিটিভ বাংলাদেশ’ বিষয়টিকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিপাদ্য নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা, ঘটনার তাৎক্ষণিক নির্ভরশীল তথ্য প্রদান ও সুস্থ সংস্কৃতির লালন-এই ৪টি বিষয়ে সাফল্যের সাথে অবদান রেখে যাচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

পড়ুন

রাইজিংবিডির এক যুগে পদার্পণ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

নির্ভরশীলতার এক যুগে রাইজিংবিডি

দুঃসময়ের সারথি

রাইজিংবিডির বর্ষপূর্তি অনুষ্ঠান আজ

/হাসান/নাজমুল/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়