ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৈশপ্রহরীকে হত্যা করে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৭, ১৪ ডিসেম্বর ২০২৫
নৈশপ্রহরীকে হত্যা করে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি

স্বজনদের আহাজারি

কুড়িগ্রামের রাজারহাটে তপন কুমার সরকার (৫০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় তপন কুমারের নিথর দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। নিহত ব্যক্তি মেরিস সিগারেটের অফিসের নৈশপ্রহরী ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয়দের বরাতে রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘গভীর রাতে একদল ডাকাত মেরিস সিগারেটের অফিসে হানা দেয়। ধারণা করা হচ্ছে, ডাকাতদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারকে হত্যা করে। পরে ডাকাতরা আনুমানিক কয়েক লাখ টাকা ও প্রতিষ্ঠানটির মালামাল লুট করে নিয়ে যায়।’’

তিনি আরো বলেন, ‘‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়