নেত্রকোণায় আগুনে পুড়ে মরল ২৯ ছাগল
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি এলাকায় ‘ব্রাদার্স ইনডিকেটেড ফার্মে’ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে খামারের দুটি ঘর পুড়ে গেছে, দগ্ধ হয়ে মারা গেছে ২৯টি ছাগল।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, ‘‘আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।’’
খামারের মালিক শাহ রফিকুর রহমান অ্যাপেলো বলেন, ‘‘আগুনে খামারের দুটি ঘর, ২৯টি ছাগল এবং ছাগলের খাবার পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’’
নেত্রকোণা সদর থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, ‘‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/ইবাদ/রাজীব