ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নিজামী-গোলাম আযমকে’ দেশের সূর্যসন্তান বলায় শিবির-ছাত্রদল হট্টগোল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:১১, ১৪ ডিসেম্বর ২০২৫

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী ও গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক বলায় প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। এ নিয়ে শিবির-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই হট্টগোল হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এরপর তিনি তার বক্তব্যে বলেন, ‘‘আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্যসন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষদের।’’

এ কথার পরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। বেশ কিছু সময় শিবির-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্রশিবিরকে তা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‌‘‘এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়ে। এটা বাঙালি জাতীর জন্য অত্যন্ত লজ্জার। শিবির নেতারা আবারো এমন বক্তব্য দিলে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব।’’

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন বলেন, ‘‘অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতারা তাদের বক্তব্যের পুরোটাই জামায়াত-শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচারবহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যেসব নেতাদের হত্যা করেছে, সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃত মানুষদের নিয়ে বিষাদগার করেছেন।’’

তিনি অভিযোগ করে বলেন, ‘‘ছাত্রদল নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

এ সময় ‘নিজামী-গোলাম আযমকে’ মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্যসন্তান বলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়