বগুড়ায় টিএমএসএস কাঁচাবাজার উদ্বোধন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় জনগণের চাহিদা পরিপ্রেক্ষিতে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন এলাকায় এ বাজার উদ্বোধন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
টিএমএসএস সূত্রে জানা গেছে, আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাজার গড়ে তোলার লক্ষ্যে টিএমএসএস কাঁচাবাজারের শেড প্রায় ১৫০ কিলোওয়াট শক্তিসম্পন্ন সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এতে বাজারে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ব্যবহার করা যাবে। ফলে, বাজারটি হবে বিদ্যুৎসাশ্রয়ী, টেকসই এবং পরিবেশবান্ধব। নারী ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য এ বাজারে রাখা হয়েছে নারীবান্ধব অবকাঠামো, যেখানে নিরাপদ চলাচলের পথ, পর্যাপ্ত আলো এবং মনিটরিং ব্যবস্থা। এতে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ আরো স্বাচ্ছন্দ্যময় হবে। বাজারে আছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানির ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজারের মূল্য রাখা হবে সাশ্রয়ী, ক্রেতারা পাবেন নিরাপদ ও অর্গানিক খাদ্যপণ্য, যেখানে কীটনাশকমুক্ত ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন কৃষিপণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করা হবে। ফলে, ক্রেতারা নিশ্চিত হবেন খাদ্যের গুণগত মান ও নিরাপত্তার বিষয়ে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দোকান ভাড়াও হবে কম, যাতে স্থানীয় ব্যবসা আরো বিকশিত হয়। দক্ষিণ–পশ্চিম পাশে গাড়ি পার্কিংসহ আধুনিক সুবিধাসম্বলিত বাজারে উৎপাদক, কৃষক ও ভোক্তারা উন্মুক্ত আকাশের নিচে খাজনা ও তোলা ব্যয়বিহীন নির্বিঘ্নে কেনাবেচা করতে পারবেন।
এ উদ্বোধনের মধ্যে দিয়ে অঞ্চলের কৃষক ও সাধারণ ক্রেতারা আরো নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বাজারসুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছে টিএমএসএমএস কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার, হেলথ সেক্টরের প্রধান ও উপ-নির্বাহী পরিচালক ডা. মো: মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/এনাম/রফিক