বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ নিখোঁজ ও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘ডুবে যাওয়া বাল্কহেডে পাঁচজন শ্রমিক ছিলেন। তারা সাঁতরে তীরে উঠেছেন। বাল্কহেডটি উদ্ধারে অভিযান শুরু হবে।’’
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদীয়া-১৩’ নামের একটি লঞ্চ মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী একটি বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্কহেড ডুবে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির উপরে উঠে যায়। এতে বাল্কহেডটি ডুবে যায়। তখন বাল্কহেডে থাকা শ্রমিকরা নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে তীরে উঠেন তারা।
ঢাকা/অনিক/রাজীব