ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‎তিস্তা পাড়ে দেশসেরা বিতার্কিকদের মিলনমেলা

‎বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫
‎তিস্তা পাড়ে দেশসেরা বিতার্কিকদের মিলনমেলা

‎‎তিস্তা আন্দোলনকে বেগবান করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের ‘বাঁচাও তিস্তা, বাঁচাও তিস্তা’ স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ জাতীয় বির্তকের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।‎
‎১৩ ডিসেম্বর শনিবার বিকেল থেকে শুরু রাত পযর্ন্ত তিস্তার পাড়ে সারাদেশ থেকে আসা বির্তাকিকদের নিয়ে আয়োজনটি চলে।‎

‎এতে, সারাদেশ থেকে আগত বিতার্কিকরা সেখানে গিয়ে নিজের চোখে প্রত্যক্ষ করেন তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও অবহেলার বাস্তবতা। বিতর্ক তখন আর কেবল মঞ্চের বিষয় থাকে না; তা হয়ে ওঠে জীবনের সঙ্গে সরাসরি সংলাপ।‎

আরো পড়ুন:

চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরাম। ১১ সদস্যের শক্তিশালী বিচারক প্যানেলের রায়ে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‎ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন জুবায়ের হাসান, রেদওয়ান মুহসিন ও জুলকার নাঈন। রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরামের সদস্য ছিলেন নাবায়েত ইসলাম, সায়েদ হোসেন ও জারিফা জিন্নাত উসরাত।‎

জুবায়ের, সায়েদ নির্বাচিত হন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ এবং রেদওয়ান মুহসিন হন ‘ডিবেটার অব দ্য ফাইনাল’।

‎অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে তিস্তা ইস্যুকে জাতীয় ও নীতিনির্ধারণী আলোচনার কেন্দ্রে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রিশাদ নূর, সভাপতি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ)। তিনি বলেন, “এই বিতর্ক প্রতিযোগিতা কেবল ট্রফি বা শিরোপার জন্য নয়; এটি একটি নদী, একটি জনপদ এবং একটি ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ানোর বুদ্ধিবৃত্তিক আন্দোলন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী, মুখ্য আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী ও প্রধান সমন্বয়কারী, তিস্তা নদীরক্ষা আন্দোলন,অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,এছাড়াও ও নদী গবেষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ড. তুহিন ওয়াদুদ, রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চলের ড. মোহাঃ সরফরাজ বান্দা, প্রধান নির্বাহী, ইএসডিও পক্ষ থেকে ড. মুহাম্মদ শহিদ উজ জামান।
‎ইস্পাহানী টি লিমিটেড, রংপুর এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন।

‎‘BRUDF IV 3.0 জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’ প্রমাণ করেছে—যুক্তি, ভাষা ও বিবেক একসাথে চললে, আন্দোলন কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে টেকসই সামাজিক দাবি।
‎এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সমকাল,দৈনিক আমার দেশ ও যমুনা টিভি‎।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়