ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রান উৎসবের ম্যাচে বেয়ারস্টো বীরত্বে জিতলো পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:১২, ২৭ এপ্রিল ২০২৪
রান উৎসবের ম্যাচে বেয়ারস্টো বীরত্বে জিতলো পাঞ্জাব

আইপিএলের এবারের আসর মানেই রান উৎসব। সেই উৎসবে এবার গা ভাসালো কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। গত রাতের ম্যাচে রানের ফোয়ারা ছুটিয়ে দর্শকদের মাতোয়ারা করে রাখলো দুই দল। তাতে দিন শেষের নায়ক পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টো। এই ইংলিশ তারকার বীরত্ব ম্যাচটি ৮ উইকেটে জিতেছে পাঞ্জাব। 

শুক্রবার (২৬ এপ্রিল) কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। তাতে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলে ফেলে দলটি। ব্যাট হাতে ঝড় তুলে ফিফটি তুলে নেন দুজনই। তবে সেঞ্চুরি করতে পারেননি কেউ। ৩২ বলে ৭১ রানের ইনিংস খেলে আউট হন নারিন। সল্ট খেলেন ৩৭ বলে ৭৫ রানের ইনিংস।

আরো পড়ুন:

এ দুজন আউট হওয়ার পরও বাকিরা ঝড় তুলে যান। তিনে নেমে ভেঙ্কাটেশ আইয়ার খেলেন ২৩ বলে ৩৯ রানের ইনিংস। আন্দ্রে রাসেল ১২ বলে করেন ২৪ রান। শেষ দিকে দলের রানটাকে চূড়ায় নিয়ে যান শ্রেয়াস আইয়ার। ১০ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৬১ রানে থামে কলকাতা।

পাঞ্জাব কিংসের হয়ে ২ উইকেট শিকার করেন আর্শদীপ সিং। এছাড়া ১টি করে উইকেট নেন স্যাম কারান, রাহুল চাহার এবং হার্শাল প্যাটেল।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিজেদের ব্যাটিং বীরত্ব দেখিয়েছে পাঞ্জাবও। দুই ওপেনার প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টো শুরু থেকেই ব্যাট চালিয়েছেন তাণ্ডব। পাওয়ারপ্লের একদম শেষ বলে ২০ বলে ৫৪ রান করে আউট হন প্রভসিমরন। দলের রান তখন ৯৩।

এরপর তিনে নামা রাইলি রুশোকে সাথে নিয়ে এগোতে থাকেন বেয়ারস্টো। রুশোকে ঠান্ডা মেজাজে খেললেও চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে এগোতে থাকেন বেয়ারস্টো। ফিফটি ছুঁয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। অবশ্য পেয়েও যান। ৪৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন পাঞ্জাবের ওপেনার। এর মাঝে ১৬ বলে ২৬ রান করে আউট হন রুশো।

চারে নেমে শশাঙ্ক সিং যোগ দেন রান উৎসবে। বেয়ারস্টোর মত চার-ছক্কার বৃষ্টি নামিয়ে দলকে জয়ের কাছে নিতে থাকেন তিনিও। বেয়ারস্টো-শশাঙ্কের যুগলবন্দীতে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় পাঞ্জাব। শশাঙ্ক অপরাজিত ছিলেন ২৮ বলে ৬৮ রানে। বেয়ারস্টো করেন ৪৮ বলে ১০৮ রান।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়