ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৮ জানুয়ারি ২০২২  
কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত বৃদ্ধের মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্বাচনের পরে দুইজন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় আহত জামাল শেখ (৬৫) চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লোহারংক গ্রামে সংঘর্ষ হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল শেখ লোহারংক গ্রামের মৃত লেহাজ উদ্দিন শেখের ছেলে ও জয়ী মেম্বার প্রার্থী জাকির দাঁড়িয়ার সমর্থক।

আরো পড়ুন:

ওসি মো. জিল্লুর রহমান জানান, গত বুধবার (৫ জানুয়ারি) উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পরাজিত প্রার্থী মুসা বিশ্বাসের সমর্থকরা জয়ী প্রার্থী জাকির দাঁড়িয়ার সমর্থকদের উপর হামলা চালায়। এতে জামাল শেখসহ ১০ জন আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে জামাল শেখের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জামাল শেখ মারা যায়।

ওসি আরও বলেন, নিহত জামাল শেখের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিহত জামাল শেখের ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের পরের দিন পরাজিত মেম্বার প্রার্থী মুসা বিশ্বাস লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমার ভাই নিহত হয়েছেন।’ 

জয়ী মেম্বার প্রার্থী জাকির দাঁড়িয়া বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষ মুসা বিশ্বাসের লোকজন আমার সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়েছে। তাদের মারধরে জামাল শেখ নামে আমার এক সমর্থক নিহত হয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে পরাজিত মেম্বার প্রার্থী মুসা বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 

বাদল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়