ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

পদ্মার বুকে পলো দিয়ে মাছ ধরা উৎসব

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১০:২১, ৪ ফেব্রুয়ারি ২০২২
পদ্মার বুকে পলো দিয়ে মাছ ধরা উৎসব

অনুষ্ঠিত হলো নাটোরের লালপুরে পদ্মার বুকে পলো দিয়ে মাছ ধরা উৎসব। প্রায় প্রতি বছরই শীতের শেষে পদ্মায় জেগে থাকা (দামুস) নদীর হাঁটু পানিতে পলো দিয়ে এই মাছ ধরার উৎসব চলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) লালপুরের কদমচিলান, চাঁদপুর, মোহরকয়া, মোমিনপুর, বড়াইগ্রামের বনপাড়া, রাজশাহীর বাঘার বাউসাসহ বিভিন্ন গ্রামের দেড়শতাধিক মানুষ দলবেঁধে নামেন বিলমাড়ীয়া বাজার সংলগ্ন পদ্মার (দামুসে) হাঁটু পানিতে। তাদের পলোর নিচে ধরা পড়ে নানা জাতের দেশীয় মাছ।

বাঁশ ও জাল দিয়ে ছোট বড় অসংখ্য পলো তৈরি করা হয়েছে। আগে থেকেই এলাকায় মাছ ধরার ঘোষণা দেওয়া হয়। তাই এই এলাকার শৌখিন ও পেশাদার শিকারিরা মাছ ধরতে নদীতে নেমে পড়েন। গ্রামবাংলার এ এক ঐতিহ্য। বংশপরম্পরায় চলে আসছে এভাবে মাছ ধরা। আশপাশের বেশ কয়েকটি গ্রামের শত-শত মানুষ আসেন মাছ ধরার এ উৎসবে অংশ নিতে। উৎসুক গ্রামবাসী নদীর পাড়ে বসে এ মাছ ধরা উৎসব উপভোগ করেন।

মাছ ধরার উৎসবে অংশ নেওয়া স্থানীয় মোহরকয়া গ্রামের সাজদার রহমান বলেন, ‘আমি পেশায় একজন কৃষক। প্রতি বছরের শীতের এ সময়ে নদীর পানি কমে যায়। তখন আশপাশের গ্রামের মানুষরা একসাথে মিলে পলো দিয়ে মাছ ধরি। আজকেও এ মাছ ধরার উৎসবে প্রায় দুশ জনের মতো অংশ নিয়েছে।

বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক বলেন, শীতকালের শেষের দিকের প্রতিবছরই মাছ ধরার উৎসব হয়ে থাকে, এবারে শীত একটু বেশি হওয়ায় মাছের পরিমাণ কম। তাছাড়াও মাছ ধরার জায়গা নদী শুকিয়ে যাওয়ার কারণে ছোট হয়ে গেছে।

আরিফুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়