ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার এক বছর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৬ মার্চ ২০২২   আপডেট: ১০:৩৮, ২৬ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার এক বছর

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার এক বছর পূর্ণ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্রে করে বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় সংঘর্ষের জেরে গত বছরের ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিকের বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগসহ তাণ্ডব চালানো হয়। সহিংসতায় নিহত হন ১৫ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতের ওই সহিংসতার ঘটনায় ৫৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি সিআইডি, ৯টি পিবিআই, ৪টি ডিবি, সদর থানা ২৭টি, আশুগঞ্জ থানা ৩টি ও সরাইল থানা ২টি মামলার তদন্ত করছে।

মামলায় এজাহারনামীয় ৪৬ জন ও সন্দেহভাজন ৭১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৩৮ জন জামিন পেয়েছেন। কারাগারে রয়েছেন ১২০ জন।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনাগুলো তদন্ত করছে এবং তদন্ত কার্যক্রম অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। পুলিশ মামলাগুলো নিয়ে কাজ করছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াকে স্থিতিশীল রাখতে করণীয় সবই করা হচ্ছে।’

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়