ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তিস্তার পানি আবারো বিপৎসীমার ওপরে

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২০ জুন ২০২২   আপডেট: ১৩:১১, ২০ জুন ২০২২
তিস্তার পানি আবারো বিপৎসীমার ওপরে

নীলফামারীর ডালিয়া পয়েন্টে সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টার দিকে পানি কমে বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকায় অবস্থিত চর ও নিম্নাঞ্চলে
পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তার ডালিয়া পয়েন্টে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পানি অতি মাত্রায় বেড়ে গেছে। এরফলে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এ প্লাবনে কি পরিমাণ মানুষ আক্রান্ত হবে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি তারা।

ভারতের দো-মহনী পয়েন্টে সোমবার সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সেখানে সর্বোচ্চ সতর্কবার্তা দেখিয়েছিল সেদেশের কতৃপক্ষ। সেই পানি বাংলাদেশের ভাটি নীলফামারীর ডালিয়া পয়েন্টের দিকে ধেয়ে আসছে বলে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে।

নদীবেষ্টিত কেল্লাপাড়া চড়ের বাসিন্দা ওমর ফারুক বলেন, সকালের পর থেকে আমাদের এলাকায় খুব বেশি পরিমাণে পানি ঢুকতে শুরু করেছে। এতো বেশি পানি এ বছর আর আসেনি। কি যে হবে বলা যাচ্ছে না। এখন নিরাপদ স্থানে সরে যাচ্ছি  ঘর বাড়ি ছেড়ে। 

টেপাখড়িবাড়ির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক বলেন, উজান থেকে দ্রুত গতিতে পানি আসছে। আমার ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, আজ দুপুর ১২ টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান হতে খুব বেশি পরিমাণে পানি ধেয়ে আসছে। নিম্নাঞ্চলের বসবাসকারীদের উঁচু স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

সিথুন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়