ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘দুদক শুধু চুনোপুঁটি নয়, এখন রাঘববোয়ালদেরও ধরে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৩ আগস্ট ২০২২   আপডেট: ১২:৫৯, ৩ আগস্ট ২০২২
‘দুদক শুধু চুনোপুঁটি নয়, এখন রাঘববোয়ালদেরও ধরে’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুদকের গণশুনানি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমৃত্যু চলবে। দুদক শুধু চুনোপুঁটি নয়, এখন রাঘববোয়ালদেরও ধরে। দুদকের মামলায় অনেক বড় বড় সরকারি কর্মকর্তা এখন কারাগারে আছেন। 

বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজের শহীদ শাহ আলম বীরোত্তম অডিটোরিয়ামে দুদকের গণশুনানি শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। 
তিনি বলেন, ‘জিরো টলারেন্স টু করাপশন’ লক্ষ্য নিয়ে দুদক কাজ করছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত দুদক কাজ চালিয়ে যাবে। বর্তমানে ৩৬টি কার্যালয়ে দুদক কাজ করছে। আমরা ৭০ ভাগ মামলায় শাস্তি নিশ্চিত করতে পেরেছি। দেশে-বিদেশে দুদকের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, দুদক মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনোয়ারা হাকিম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়