ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দক্ষিণাঞ্চলের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি: প্রধানমন্ত্রী 

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২২  
দক্ষিণাঞ্চলের উন্নতির জন্য আমরা চেষ্টা করছি: প্রধানমন্ত্রী 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নতির  জন্য আমরা  চেষ্টা করছি। দেয়ারিয়া সেতু, গাবখান সেতুসহ বিভিন্ন সেতু নির্মাণের মাধ্যমে রাজধানীসহ দেশের অন্য এলাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ করে দেওয়া হয়েছে।’ 

রোববার (৪ সেপ্টেম্বর) পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা (অষ্টম  বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগদান করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন,  ‘খুনিরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। এ হত্যার বিচার যাতে না হয় সে জন্য পরবর্তী সরকার আইন করে এবং খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াসহ পুরস্কৃত করে। যা জাতির জন্য কলঙ্কজনক। আর এতে আর্ন্তজাাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’ 

আরো পড়ুন: অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন ৪ সেপ্টেম্বর

এসময় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  ‘ এ সেতুটি দক্ষিণ বাংলার জন্য আরেকটি সাফল্য। এ অঞ্চলের মানুষের জন্য এটিও একটি পদ্মা সেতু। কেনান, এ সেতুর ফলে পিরোজপুর জেলার ব্যবসা-বানিজ্যের উন্নতিসহ সড়ক পথে যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তন আসবে।’ 

পিরোজপুরের কুমিরমারা ও কাউখালীর বেকুটিয়া প্রান্তে একই সময়ে পৃথক দু’টি  সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান, পৌর মেয়ের হাবিবুর রহমান মালেক প্রমুখ। 

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৮৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ৯৯৮ মিটার দৈর্ঘ্য। 

তাওহিদুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ