ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝিনাইদহ পৌর নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২২
ঝিনাইদহ পৌর নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

আইনী জটিলতা কাটিয়ে ১১ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঝিনাইদহে পৌরসভা নির্বাচন। ইভিএম-এ অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে চারজন মেয়র প্রার্থীসহ ৮৩জন কাউন্সিলর প্রার্থী শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রচার-প্রচারণা বন্ধ রাখাতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ প্লাটুন বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। 

নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল অভিযোগ করে বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচনী গণসংযোগ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি আমার  ভোটারদের বাড়িতে গিয়েও হুমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বি মেয়রের সমর্থকরা।’

আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেক বলেন,‘স্বতন্ত্র প্রার্থী কালো টাকা দিয়ে ভোট কিনছেন। লোকজন ভাড়া করে প্রচার চালাচ্ছেন। ভোট নিতে ১০দিন ধরে কোরবানীর মাংস বিতরণ করা হচ্ছে।’ 

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, ‘১১ তারিখের নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাত ১২টার পর প্রচারণা বন্ধ করতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

রাজিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়