ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিকারিদের কবল থেকে ৭ পাখি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২২
শিকারিদের কবল থেকে ৭ পাখি উদ্ধার

হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে নানা প্রজাতির ৭টি পাখি, পাখি রাখার খাঁচা, ফাঁদ ও কারেন্ট জাল উদ্ধার করেছে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রাজাপুর, কমলপুর ও রামনগর গ্রামে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে- চারটি ঘুঘু, দুটি ডাহুক এবং একটি বালিহাঁস।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।  

র‌্যাব ও থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে অফিস স্টাফ জিয়াউল হক রাজু, রানা আহমেদ, অনুরঞ্জন অধিকারী, টিপলু দেব, পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মো. মোজাহিদুর রহমান মসি, সাংবাদিক আজিজুর রহমান জয়, এসএম শাহআলম হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়