ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বড় ভাইকে কুপিয়ে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২২
বড় ভাইকে কুপিয়ে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

ফাইল ফটো

পঞ্চগড়ে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই ফিরোজ জামালকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান।

ফিরোজ জামাল তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকার সারাফত আলীর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকায় সারাফত আলীর ১৭ শতক জমি রয়েছে। সেখান থেকে সাত শতক জমি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ দেন ফিরোজ। বড়ভাই রবিউল ইসলামসহ অন্যান্য ভাইয়েরা তাতে বাধা দেন।

বিষয়টি নিয়ে ফিরোজ বড় ভাই রবিউল ইসলামের ওপর ক্ষিপ্ত ছিলেন। পরে রবিউল একদিন গ্রামের বাড়িতে গেলে ফিরোজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

পরিবারের অন্যান্য সদস্যরা আহতাবস্থায় রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের আরেক ভাই রেজাউল করিম রাজু বাদী হয়ে ফিরোজ জামালের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

দীর্ঘ ১৭ মাস পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রোববার দুপুরে অভিযুক্ত ফিরোজ জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

নাঈম/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়