ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ০৯:২০, ২১ সেপ্টেম্বর ২০২২
বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার

দূরপাল্লার অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বরগুনা দূরপাল্লার যাত্রী পরিবহন কমিটি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে দূরপাল্লার যাত্রী পরিবহন কমিটি। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল শুরু হচ্ছে। 

বরগুনার দূরপাল্লার যাত্রীবাহী বাস পরিবহন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান টুকু বলেন, বরগুনা থেকে বাকেরগঞ্জ হয়ে ঢাকা রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে আর বাধা নেই। 

তিনি আরও বলেন, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় রূপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি, পটুয়াখালী বাস মালিক সমিতি ও বরগুনা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বরগুনা দূরপাল্লা যাত্রীবাহী বাস পরিবহন কমিটির এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে প্রশাসন বৈঠক করে তাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। এখন থেকে বাস চলাচলে বাধা নেই।

/ইমরান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়