ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অজগর উদ্ধার হাটহাজারীতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১২:০২, ৪ অক্টোবর ২০২২
অজগর উদ্ধার হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একের পর এক অজগর সাপ উদ্ধারের ঘটনা ঘটছে। গত রোববার ২০ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধারের একদিন পর মঙ্গলবার (৪ অক্টোবর) আরও একটি অজগর উদ্ধার হয়েছে। 

সকালে হাটহাজারী উপজেলার বাজারের স্থানীয় সেনা ক্যাম্পের হাঁসের খামার থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ। 

হাটহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী রাইজিংবিডিকে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী বাজারের পশ্চিম পাশের সেনা ক্যাম্পের হাঁসের খামার থেকে একটি অজগর উদ্ধার করা হয়। এই অজগরের দৈর্ঘ প্রায় ১৫ ফুট। এটিকে উপজেলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, গত রোববার হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন একটি ভাঙারি দোকানের ভেতর ২০ ফুট দীর্ঘ অজগর পাওয়া যায়। পরে সেটিকে গভীর বনে অবমুক্ত করা হয়। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ