ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কম্পোজিট মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৫ নভেম্বর ২০২২   আপডেট: ১১:৪৮, ২৫ নভেম্বর ২০২২
কম্পোজিট মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: গাজীপুরে কম্পোজিট মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

এর আগে একই দিন সকাল পৌনে ৯টার দিকে ওই কারখায় আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচাল আব্দুল্লা আল আরেফিন জানান, মোশারফ কম্পোজিট মিলের সেমিপাকা একতলা ভবনের আরবিট সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আরবিট সেকশনে মূলত তুলা থেকে সুতা তৈরি করা হতো। আগুনে সুতা ও মেশিনারিজ যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়