বাবলা বনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঐতিহাসিক বাবলা বন গণহত্যা দিবসে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা।
এসময় অন্যদের মদ্যে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবদুল মান্নান, সদস্য সচিব ইমন মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য খাদেম আলী, আব্দুল্লাহ-হিল-বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে ১৭ স্বাধীনতাকামী বীর সন্তানকে পাকিস্তানি দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পর ৩১ ডিসেম্বর রাজশাহীর পদ্মাচর শ্রীরামপুর এলাকার বাবলা বন থেকে তাদের দড়িবাধা লাশ উদ্ধার করা হয়েছিল।
শিরিন সুলতানা/ মাসুদ