ঢাকা     রোববার   ১৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৮ ১৪৩১

সাড়ে ১১ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ০৯:৪৭, ৩০ নভেম্বর ২০২২
সাড়ে ১১ কেজি স্বর্ণ জব্দ, আটক ১

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ও চুয়াডাঙ্গার দামুরহুদা সীমান্তের নিমতলা এলাকা থেকে ১১ কেজি ৭৩৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময়  আব্দুস শুকুর নামে এক স্বর্ণকারবারীকে আটক করা হয়। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে ৫৮ বিজিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানানো হয়। 

আটক শুকুর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের তবির রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের নিমতলা নামক স্থানে আব্দুস শুকুরকে তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতর থেকে ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া, বিজিবির অপর সদস্যরা সংবাদ পেয়ে মহেশপুরের সীমান্তবর্তী যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে কলাবাগানের ভেতর থেকে ৮৫টি স্বর্ণের বার জব্দ করে। বিজিবির পৃথক দুটি অভিযানে ১১ কেজি ৭৩৮ গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজারজাত মূল্যে ৮ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে পৃথক দুটি থানায় মামলা হয়েছে। এছাড়া, ট্রেজারি অফিসে স্বর্ণের বার জমা দেওয়া হবে।

রাজিব হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়