ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফসলি জমি রক্ষায় নবাবগঞ্জে কৃষকদের অবস্থান কর্মসূচী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩০ নভেম্বর ২০২২  
ফসলি জমি রক্ষায় নবাবগঞ্জে কৃষকদের অবস্থান কর্মসূচী

দিনাজপুরের নবাবগঞ্জে আসুরার বিলের আবাদি জমি রক্ষায় এবং বাঁধ নির্মাণের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছেন কয়েক শ কৃষক।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আসুরার বিলে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচী পালন করেন। 

আরো পড়ুন:

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ বৃদ্ধ, শিশু-কিশোর বিলের পুরনো বাঁধে ব্যানার পোস্টার হাতে নিয়ে আন্দোলন করছেন। নতুন করে  বিলে বাঁধ স্থাপন করলে কয়েক হাজার বিঘা জমিতে ধান আবাদ থেকে তারা বঞ্চিত হবেন বলে অভিযোগ করেছেন। প্রায় ২ হাজার হেক্টর এলাকা জুড়ে নবাবগঞ্জ উপজেলার এই আসুরার বিল। নাম বিল হলেও দেখতে নাদীর মতো। বিলের পানি শুকিয়ে গেলে সেখানে ধানের আবাদ করে জীবিকা নির্বাহ করে বিলপাড়ের কয়েক হাজার মানুষ।

ভুক্তভোগী কৃষানী রাবেয়া বেগম বলেন, ‘এই বিলের জমিই আমাদের একমাত্র অবলম্বন। বিলের জমি চাষাবাদ করে আমাদের জীবন চলে। নতুন করে এই বিলে বাঁধ নির্মাণ করলে ধানের জমি নষ্ট হবে। আবাদ না করলে ছেলে-মেয়েদের নিয়ে না খেয়ে মরতে হবে।’

ফজিলা বেগম বলেন, ‘বাঁধ নির্মাণ করলে এই বিলে পানি জমে থাকবে। আবার ফসলের জমি কমে যাবে। আমরা চলবো কি করে।’

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, ‘আমি পড়ালেখা করি। বাবা এই বিলের জমি আবাদ করে আমাদের সংসার চালান। আবাদ না হলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে।’

স্থানীয় কৃষক রেজাউল করিম ও মোসলেম উদ্দিনসহ অন্যরা বলেন, বাপ-দাদার আমল থেকে আমরা এই বিলের জমি চাষাবাদ করে জীবিকা চালাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড নতুন করে এই বিলে বাঁধ এবং ড্রেন তৈরি করতে চাই। এটা আমরা হতে দেবো না। আমরা চাই বিলের মাঝখানে আগের পুরনো ড্রেনটি তারা খনন করুক। এতে আমাদের অনেক উপকার হবে। 

তারা আরও বলেন, ‘এই বিলের জমি রক্ষার্থে আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেবো। যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়