ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝালকাঠিতে বিএনপির ১০৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৩০ নভেম্বর ২০২২  
ঝালকাঠিতে বিএনপির ১০৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় আওয়ামী লীগেরকর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। 

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি এই মামলা করেন।

মামলায় রাজাপুর বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া নাম না জানা ৭০/৮০ জনকে আসামি করা হয়েছে। 

ইলিয়াস ফরাজি অভিযোগ করে জানান, গতকাল মঙ্গলবার রাাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জন নেতাকর্মী নিয়ে পিংড়ি স্কুল এলাকা দিয়ে ফিরছিলেন। অনেক মানুষকে একটি স্থানে জড়ো অবস্থায় দেখেন। কাছে গিয়ে জানতে চাইলে ওইসব লোকজন আমাদের ওপর হামলা করে এবং মারধর শুরু করে। এসময় স্থান ত্যাগ করার চেষ্টা করলে তারা পেছন থেকে পরপর ৩টি বোমা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায়। 

মামলার আসামি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। 

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। 

অলোক/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়