ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২৭৯ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২ ডিসেম্বর ২০২২  
২৭৯ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১

বগুড়ার শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৭৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে মাগুড়ারতাইর গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকায় হতদরিদ্রদের মাঝে কিছু চাল বিতরণের পর ২৭৯ বস্তা চাল রেখে দেন ডিলার শাহ জামাল স্বপন।

বৃহস্পতিবার সেই চাল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দুটি ভটভটিসহ চাল উদ্ধার করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘চাল পাচারের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এনাম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়