ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৩  
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বিএসএফ, কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজেস দেওয়ার হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম।

এ সময় ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তার হাতে মিষ্টি উপহার দেন হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

/মোসলেম/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়