দিনেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, আলো জ্বালিয়ে চলছে যান
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৩২, ৩ জানুয়ারি ২০২৪
দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরে দিনের বেলাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এ কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। অপরদিকে শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বাড়ছে শীতজনিত নানা রোগ।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
মোসলেম/কেআই