ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

সুনামগঞ্জ-৪ আসনে ড. মোহাম্মদ সাদিক জয়ী

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৮ জানুয়ারি ২০২৪  
সুনামগঞ্জ-৪ আসনে ড. মোহাম্মদ সাদিক জয়ী

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯০ হাজার ৫৯০। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান পেয়েছেন ভোট ৩১ হাজার ৭২১। এই আসনে মোট ভোট কেন্দ্র ১১২টি।
 
রোববার(৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার সময় সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
 
সুনামগঞ্জ-৪ আসনে ১১২টি কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৭৩ হাজার ৩৬৬ জন এবং নারী ১ লক্ষ ৬৮ হাজার ৪৬১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।  
 
এ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল কবির ইমন ১২৬ ভোট, বিএনএম পার্টির দেওয়ান শামছুল আবেদীন পেয়েছেন ১৮৭ ভোট, ন্যশনাল পিপলস পার্টির মো. দিলোয়ার পেয়েছেন ৪০০ ভোট, আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ১ হাজার ৪৭৭ ভোট। এ আসনটিতে ভোট কাস্ট হয়েছে ৩৬.৩৫ শতাংশ।

মনোয়ার/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়