ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী এম এ মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৫৭, ৮ জানুয়ারি ২০২৪
টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী এম এ মান্নান

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯ শত ৯৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ভোট।

রোববার(৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরী এই ফল ঘোষণা করেন।

শাহিনুর পাশাকে ১ লাখ ২২ হাজার ৯শ ৯৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । 

নির্বাচনে কোনো আসনে ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান, তা হলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এই হিসেবে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনূর পাশা জামানত হারাতে যাচ্ছেন।

এছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আরও ২ জন। বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল প্রতীকের প্রার্থী তালুকদার মো. মকবুল হোসেন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন তৌফিক আলী।
 
সুনামগঞ্জ-৩ আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি দুর্গম ছিলো। ভোটার ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন। 

মনোয়ার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়