ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষ থামাতে গিয়ে মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪  
সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষ থামাতে গিয়ে মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আনোয়ার হোসেন (৫২) নামে একজন মারা গেছেন। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছয়জনকে আটক করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে সংঘর্ষটি হয়। মারা যাওয়া আনোয়ার একই গ্রামের মৃত আরিফ উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলানধল আনোয়ার হোসেনের আপন ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাইদের সঙ্গে একই গ্রামের মনফর মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রোববার মনফর মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করে। ধান রোপণকে কেন্দ্র করে আজ সোমবার দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। খবর পেয়ে আনোয়ার হোসেন সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গেলে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে গ্রামের অন্য লোকজন তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ