ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

দ্বাদশ সংসদ নির্বাচন

নওগাঁ-২ আসনে জয় পেলেন নৌকার শহীদুজ্জামান সরকার

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনে জয় পেলেন নৌকার শহীদুজ্জামান সরকার

শহীদুজ্জামান সরকার। (ছবি: সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী চার জন প্রার্থীর মধ্যে নৌকার বিজয়ী প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। নির্বাচনে ভোট পড়ার হার ৫৭ দশমিক ২৮ শতাংশ।

আরো পড়ুন:

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট। এ নিয়ে শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

গত ৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া বাতিল করে পরবর্তীতে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

সাজু/ফয়সাল/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়