ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ভালোবাসা দিবস

কুয়াকাটায় কাপলদের মেলা, ফুল বিক্রির হিড়িক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
কুয়াকাটায় কাপলদের মেলা, ফুল বিক্রির হিড়িক

ফাগুনের হাওয়া উপভোগ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। এদের মধ্যে কাপলদের সংখ্যাই বেশি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সৈকতে পর্যটকদের আগমন ঘটে। আগত পর্যটকরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। প্রিয়জনের হাত ধরে তারা ঘুরছেন সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্তে । বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে কাপলদের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। 

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে জেলার ফুলের দোকানগুলোতে বেড়েছে বিক্রি। হাসি ফুটেছে ফুল বিক্রেতাদের মুখে। নানা বয়সী নারী-পুরুষদের দেখা গেছে, ভালোবাসার মানুষটির জন্য বিভিন্ন ধরনের ফুল কিনতে।

ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা নয়ন-সুচন্দ্রা বিশ্বাস দম্পতি বলেন, গত মাসেই আমাদের বিয়ে হয়েছে। আমরা মূলত ফাগুনকে বরণ করতে আর ভালোবাসা দিবস উদযাপন করতে কুয়াকাটায় এসেছি। গতকাল আমরা এসেছি। এখানের পরিবেশ দারুন লাগছে। সমুদ্রের ছোট ছোট ঢেউ আমাদের মন কেড়েছে।

বরিশাল থেকে আসা রাসেল-রাইসা মনি দম্পতি বলেন, আমাদের ভালোবাসা সব সময়ই অটুট। বিশেষ দিন (ভালোবাসা দিবস) উপলক্ষে আমরা কুয়াকাটায় এসেছি। এখানে আমাদের মতো অনেককেই দেখছি। এখন পর্যন্ত বিভিন্ন পর্যটন স্পট ঘুরেছি। দারুন মজা হচ্ছে।

কুয়াকাটার হোটেল ফ্রেন্ডস পার্কের পরিচালক আরিফ সুমন বলেন, আজ মঙ্গলবার আমাদের হোটেলের অধিকাংশ কক্ষ বুকিং রয়েছে। বুধবারও সব রুমের বুকিং রয়েছে। কাপল পর্যটকরা বেশিরভাগ রুম বুকিং নিয়েছেন। 

তিনি আরও বলেন, গত ১৫ দিন ধরে কুয়াকাটায় পর্যটকের আনাগোনা রয়েছে। এভাবে পর্যটক আগমন থাকলে আমরা পেছনের লোকসান পুষিয়ে নিয়ে লাভের মুখে দেখতে পারবো।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, আজ মঙ্গলবার কুয়াকাটায় প্রচুর পরিমাণে পর্যটক রয়েছেন। আগামীকাল (বুধবার) ভিড় আরও বাড়তে পারে। পর্যটকদের নিরাপত্তায় আমরা তৎপর রয়েছি। বিভিন্ন স্পটে পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়