ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

ঝালকাঠিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৯ এপ্রিল ২০২৪  
ঝালকাঠিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে জামিলা আক্তার (৬) ও আব্দুল্লাহ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গালুয়া ও দুপুর দেড়টার দিকে বামনকাঠি এলাকায় মারা যায় তারা। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানিক চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জামিলা গালুয়া এলাকার আ. বারেকের মেয়ে। আব্দুল্লাহ একই বামনকাঠি এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে। 

জামিলার চাচা আব্দুস শুকুর জানান, পরিবারেরর অগোচরে জামিলা পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে তার ভাসমান দেহ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন। 

মারা যাওয়া আব্দুল্লাহর পরিবার জানায়, ঘরের পাশের পুকুরে আব্দুল্লাহ গোসল করতে গিয়ে পানিতে পরে ডুবে যায়। আব্দুল্লাহকে তার বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত বলে জানান।

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়