ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে বৃদ্ধের মৃ্ত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে বৃদ্ধের মৃ্ত্যু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্টেশনে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায় বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে ছিল ওই বৃদ্ধের মরদেহটি। পরে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আটকে থাকা মরদেহটি নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার মৃত কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিকের (৬০)।

রেলওয়ে পুলিশ সূত্র জানা গেছে, আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকায় পানের ব‌্যবসা করতেন। সকালে তিনি দোকানে যাওয়ার সময় রেল লাইন পারাপার করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের হুকে আটকে যান। পরে ট্রেনটি ভৈরবে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল বারিক কানে কম শুনতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রুমন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়