ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, হাসাপাতাল ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, হাসাপাতাল ভাঙচুর

নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারা যাওয়া নারীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসাপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া নারীর নাম মারজিনা পারভিন রিনি (৩২)। তিনি বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

নিহতের রিনির ভাই দোলন খান বলেন, শুক্রবার বিকেল ৪ টার দিকে মাথাব্যাথার কারণে রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার মাপা হয়। সেসময় তার প্রেশার কম ছিল। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিনিকে একটি ইনজেকশন পুশ করেন। এরপরই রিনি শরীর আরো খারাপ হয়। দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিনিকে মৃত ঘোষণা করেন। পপুলার  হাসপাতালে রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে জানাজানি হলে স্বজনরা হাসপাতালটি ভাঙচুর করে। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় ওই নারী মারা গেছেন। আসলে কী হয়েছে, তা তদন্তের পর বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়